
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৪
Bangladesh Police New Job Circular- 2024
যারা এই পুলিশ কনস্টেল পদে আবেদন করতে ইচ্ছুক। তারা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখুনঃ…
বাংলাদেশ পুলিশ কনস্টেবল চাকরিতে আবেদনের যোগ্যতা নিম্নলিখিত এই যোগ্যতা অনুসরণ করে আপনাকে অবশ্যই পুলিশ বাহিনীতে চাকরির আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তাই, নিচের বাংলাদেশ পুলিশ চাকরির আবেদনের শর্তাবলী অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।
- বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হতে হবে।
- বয়সঃ ১৮ থেকে ২০ বছর পর্যন্ত ( যে সকল প্রার্থীর বয়স ১৫ অক্টোবর ২০২৪ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বির্ধারিত কোটা প্রার্থীদেরজন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ- ২.৫০/সমমান
- জন্ম নিবন্ধন অনলাইন কপি/জাতীয় পরিচয় পত্র
- ছবি সদ্যতোলা ১ কপি।
- সচল একটি মোবাইল নম্বর।
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)
- উচ্চতা (পুরুষ প্রার্থী) : মেধা কোটায়: ৫ ফুট ৬, অন্যান্য কোটায় : ৫ ফুট ৪,
- বুকের মাপ : মেধা কোটায়: বুকের মাপ স্বাভাবিক ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত ৩৩ , অন্যান্য কোটায়: বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত ৩১
- দৃষ্টিশক্তি: ৬/৬
- উচ্চতা (নারী প্রার্থী) : মেধা কোটায়: ৫ ফুট ৪, অন্যান্য কোটায় : ৫ ফুট ২,
- বুকের মাপ : মেধা কোটায়: বুকের মাপ স্বাভাবিক ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত ৩৩ , অন্যান্য কোটায়: বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত ৩১
- দৃষ্টিশক্তি: ৬/৬
চাকরির আবেদনের সময়ঃ
- আবেদন শুরু: ০১ অক্টোবর, ২০২৪
- আবেদন শেষ: ১৫ আগস্ট, ২০২৪,
চাকরির আবেদনের যোগ্যতা:
বাংলাদেশ পুলিশ চাকরির আবেদন অনলাইনে পূরণ করতে নিচের নিয়মাবলী অনুসরণ করুনঃ-
প্রথম ধাপ:- http://police.teletalk.com.bd এ লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া আছে।
- আবেদন ফি: ৪০/- পরিশোধ করে আবেদন সম্পন্ন করবেন।
- মাঠে উপস্থিত হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র : প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরীক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET) এ অংশ গ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্স (যে জেলার স্থায়ী বাসিন্দা) এ নিম্নলিথখত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে।
- Admit Card for Physical Endurance Test এর ডাউনলোডকৃত প্রিন্ট কপি (২ কপি)
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র /সাময়িক সনদপত্রের মূল কপি।
- সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি;
- নাগরিকত্ব সনদ পত্র: ইউনিয়ন/সিটি কর্পোরেশন/পৌরসভা কৃর্তক প্রদত্ত;
- অভিভাবক সম্মতি সনদপত্র;
- জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্র;
- মুক্তিযোদ্ধ/কোটা সনদপত্র
- ছবি সত্যায়িত (৩ কপি)
(বি:দ্র: সকল সনদপত্রের মূল কপি আনতে হবে)
আরো বিস্তারিত জানতেঃ- https://web.facebook.com/photo?fbid=859835172960828&set=a.420775976866752
পুলিশ নিয়োগ ২০২৪ সার্কুলার

- চাকরির অনলাইন আবেদন ফি [ অবশ্যই টেলিটক সিম ব্যবহার করে]:
১ম এসএমএস আবেদন ফি: প্রথমে আপনার মোবাইল মেসেজ অপশনে লিখুন BR <Space> User ID পাঠান 16222 নম্বরে পাঠিয়ে দিন।
উদাহরণ: TRC MNOPQR
পাঠান: 16222 নম্বরে
আপনি এখন TRC তথা বাংলাদেশ পুলিশ বাহীনি থেকে একটি ফিরতি বার্তা পাবেন। এই বার্তায়, TRC আপনাকে বলবে কিভাবে দ্বিতীয় বার্তা পাঠাতে হয়।
প্রথম মেসেজ এর রিপ্লাইতে, আপনি PIN নম্বর পাবেন, আবেদনকারীর নাম ও টাকার পরিমান 40 টাকা দেখাবে পদ অনুসারে, যা একটি আবেদন ফি হিসেবে নেওয়া হবে।
২য় এসএমএস আবেদন ফি: আপনার মোবাইল মেসেজ অপশনে লিখুন TRC <Space>Yes<Space>Pin Send লিখে ১৬২২২ নম্বরে পাঠান।
উদাহরণ: TRC YES 87625322 (এটি হলো পিন নম্বর 87625322)
পাঠান: 16222 নম্বরে
বাংলাদেশ পুলিশ বাহীনিতে চাকরির আবেদন সঠিকভাবে জমা দেওয়ার পরে, আপনি কর্তৃপক্ষের কাছ থেকে একটি অভিনন্দন বার্তা পাবেন।
বার্তাটি এ রকম দেখাচ্ছে যে, অভিনন্দন আবেদনকারীর নাম, xxxxxxxx ইউজার আইডি (MEWPQR) এবং পাসওয়ার্ড (xxxxxxxx) এই পোস্টের জন্য পুলিশ বাহিনীতে আবেদনের জন্য অর্থপ্রদান সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ পুলিশ বাহীনিতে পরীক্ষার সময়সূচী: আপনার অনলাইন আবেদনে দেয়া মোবাইল নম্বরে পরীক্ষার জন্য এস.এম.এস আসবে সেই এস.এম.এস এর মাধ্যমে পরীক্ষার এডমিট কার্ড উত্তোলন করবেন। উত্তোলন করতে নিম্নে ওয়েবসাইটে প্রবেশ করুন-
👉 Visit Website: 🌐
www.itpatuakhali.com
👉Subscribe to Youtube channel 🔔
www.youtube.com/@itpatuakhali
👉 Follow on Facebook page 🔔
www.facebook.com/itpatuakhali
👉 Follow on Instagram 🔔
www.instagram.com/itpatuakhali
👉 Follow on Twitter 🔔
https://x.com/itpatuakhali
🚀https://youtu.be/PNWz8hEJPE4?feature=shared
police niog biggopti jobs jocular
ধন্যবাদ সবাইকে www.itpatuakhali.com এর সাথে থাকার জন্য।
Follow Fb Page: www.facebook.com/itpatuakhali
Subscribe to YouTube Channel : www.youtube.com/@itpatuakhali