জাতীয় পরিচয় পত্রIT Patuakhali

নতুন ভোটার আবেদন ফরম – জাতীয় পরিচয় পত্র ডাউনলোড।

নতুন ভোটার আবেদন ফরম – জাতীয় পরিচয় পত্র ডাউনলোড।

নতুন ভোটার ও আইডি কার্ড করার নিয়মাবলী এবং কি কি কাগজপত্র প্রয়োজন তা নিম্নে তুলে ধরা হলো:-

আপনার বয়স যদি ১৬ বা তদুর্ধ্ব হয়ে থাকে তাহলে আপনি নতুন ভোটার আবেদন ফরম বা নতুন জাতীয় পরিচয়পত্র বা জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য উপযুক্ত। তাই প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন। আজ আমি দেখাবো, অনলাইনে কিভাবে ভোটার হওয়া যায়, কিভাবে আপনি নিজেই মোবাইল বা কম্পিউটারের সাহায্যে আপনার জাতীয় পরিচয়পত্রের জন্য প্রাথমিক নিবন্ধন (NID Online Registration) করতে পারবেন।

নতুন ভোটার অনলাইন নিবন্ধন বা National ID Card আপডেট একটি চলমান প্রক্রিয়া। আপনি অনলাইনে যে কোনো সময় নতুন ভোটার অনলাইন নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন।

  • নতুন ভোটার অনলাইন নিবন্ধন করার যোগ্যতা:
  • বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স 16 বছরের কম নয়।
  • পূর্বে জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করা হয়নি।

নতুন ভোটার নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
নতুন ভোটার হতে ‍JSC অথবা SSC সার্টিফিকেট (যদি থাকে)
জন্ম নিবন্ধন
পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র
নাগরিকত্ব সনদ
ঠিকানার প্রমাণ হিসেবে ইউটিলিটি বিলের কপি
বাড়ি ভাড়ার রসিদ বা হোল্ডিং ট্যাক্স রসিদ প্রয়োজন হতে পারে।

অনলাইনে আবেদন করার পরে আবেদনের প্রিন্ট কপি এবং প্রিন্টকৃত ফরমে স্থানীয় ইউপি সদস্য/পৌরসভার কাউন্সিলর দ্বারা স্বাক্ষর করে নিম্মোক্ত প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংশ্লিষ্ট নির্বাচন অফিসে জমা দিতে হবে।

  • কাগজপত্রের প্রয়োজনীয়তাঃ
  • S.S.C. অথবা সমমানের সার্টিফিকেট (নাম সঠিকতা ও বয়স প্রমাণের জন্য)
  • জন্ম সনদ (নাম সঠিকতা ও বয়স প্রমাণের জন্য)
  • পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টিন সার্টিফিকেট (বয়স প্রমাণের জন্য) (প্রযোজ্য ক্ষেত্রে)
  • বাবা, মা, স্বামী/স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি (অবশ্যই প্রয়োজন)
  • ইউটিলিটি বিলের কপি/বাড়ি ভাড়ার রসিদ/হোল্ডিং ট্যাক্স রসিদ (ঠিকানার প্রমাণ হিসেবে)
  • নাগরিকত্ব সনদ
  • নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মাবলী-২০২৪

Online NID Registration বা অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড করার জন্য প্রথমেই যেকোন একটি ব্রাউজারে গিয়ে ওয়েব সাইট টাইপ করুন- services.nidw.gov.bd এ প্রবেশ করে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন ট্যাবে ক্লিক করে NID Application System এ একাউন্ট রেজিস্ট্রেশন করুন;
– ব্যক্তিগত তথ্য প্রদান করুন
– অনলাইন আবেদন জমা করুন
– আবেদন ভেরিফিকেশন সম্পন্ন করুন
– বায়োমেট্রিক তথ্য প্রদান করুন
– এনআইডি স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা তা চেক করতে একাউন্ট রেজিষ্ট্রেশন করে চেক করুন।
– জাতীয় পরিচয়পত্র ডাউনলোড/ সংগ্রহ করুন।

  • নতুন নিবন্ধনের জন্য আবেদনঃ (ডেমো আকারে): 

    অনলাইনে নতুন ভোটার নিবন্ধন আবেদন প্রক্রিয়াটি ডেমো আকারে বিস্তারিত দেখানো হলো। নিন্মে ধাপ গুলো অনুসরণ করুন।

যেকোন একটি ব্রাউজারে গিয়ে services.nidw.gov.bd টাইপ করে ওয়েবসাইটে প্রবেশ করুন।

প্রথম ধাপ- (ক) নতুন নিবন্ধনের জন্য আবেদন ট্যাপ এ আবেদন করুন বাটনে ক্লিক করুন।

নিচের ছবিতে দেখুন…

নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম

দ্বিতীয় ধাপ- (খ) অ্যাকাউন্ট নিবন্ধন, পুরো নাম (ইংরেজীতে) লিখুন, জন্ম তারিখ টাইপ করুন ও ক্যাপচা কোডটি লিখে বহাল বাটনে বা Submit বাটনে ক্লিক করুন।

নিচের ছবিতে দেখুন…

নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম

তৃতীয় ধাপ- (গ) ব্যক্তি কিংবা অভিভাবকের সঠিক মোবাইল নম্বরটি দিয়ে বার্তা পাঠান বাটনে ক্লিক করতে হবে।
নিচের ছবিতে দেখুন…

নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম

(আপনার মোবাইল ভেরিফিকেশনের জন্য মোবাইল নম্বর দিতে হবে। অবশ্যই আপনার সচল এবং এই মূহুর্তে আপনার কাছে আছে এমন মোবাইল নম্বরটি দিবেন। অবশ্যই আপনার বা যার আবেদন করছেন তার নিজের মোবাইল নম্বর দিতে হবে)। কারণ ভবিষ্যতে লগইন করার জন্য বা পাসওয়ার্ড পরিবর্তনের জন্য নম্বরটি প্রয়োজন হবে।
আপনার মোবাইলে আসা ৬ ডিজিটের ভেরিফিকেশন পিন কোডটি লিখুন এবং বহাল বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যান।
নিচের ছবিতে দেখুন…

নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম

.
চতুর্থ ধাপ- (ঘ) এখানে আপনাকে একটি ইউনিক ইউজারনেম [Username] এবং পাসওয়ার্ড [Password] দিয়ে বহাল বাটনে ক্লিক করুন এবং সেট করুন। যাতে ভবিষ্যতে এই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড, সংশোধনের আবেদন ও অন্যান্য সেবা নিতে পারবেন। সেজন্য ইউজার এবং পাসওয়ার্ড মনে রাখা জরুরী।
ইউজারনেম ইংরেজি নাম ও সংখ্যার মিশ্রনে দিবেন এবং পাসওয়ার্ড কমপক্ষে ৮ ডিজিটের সংখ্যা ব্যবহার করতে হবে।

যদি Username Already Exists ইউজারনেম দেখায় তাহলে বুঝতে হবে ইতোমধ্যে ইউজারনেম ব্যবহার হয়েছে। তাই এমন সমস্যা দেখালে, ইউজারনেম পরিবর্তন করে পুনরায় চেষ্টা করুন।

মনে রাখবেন, আপনার ইউজারনেম অন্য কারো সাথে যেন না মিলে। তাই মাথা খাটিয়ে এটা লিখুন যেন ইউনিক হয় এবং মনে রাখুন।

নিচের ছবিতে দেখুন…

নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম

পঞ্চম ধাপ- (ঙ) বিস্তারিত প্রোফাইলে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে, ব্যক্তিগত তথ্য টাইপ করার জন্য উপরের ডান পাশ থেকে এডিট বাটনে ক্লিক করুন।
নিচের ছবিতে দেখুন…

নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম

প্রথম অংশে আপনার সকল তথ্য এবং অবশ্যই আপনার পিতা ও মাতার নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখতে হবে।
এর পর স্বামী/স্ত্রীর তথ্য বৈবাহিক অবস্থা অবশ্যই দিবেন, এবং স্বামী বা স্ত্রীর নাম জাতীয় পরিচয়পত্র অনুসারে দিবেন।
নিচের ছবিতে দেখুন…

নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম

এর পর দ্বিতীয় অংশে অন্যান্য তথ্যে ক্লিক করুন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, পেশা ও ধর্ম বাছাই করুন। অন্য তথ্যগুলো সম্ভব হলে দিতে পারেন, না দিলেও কোন সমস্যা হবেনা।
নিচের ছবিতে দেখুন…

নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম

 

এর পর তৃতীয় অংশে ঠিকানা অপশনে যান এবং আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা বাছাই করতে হবে।
আপনার অবস্থানরত দেশ বাছাই করুন। এরপর আপনি বর্তমান নাকি স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান সেই ঠিকানার পাশে (এই ঠিকানায় ভোটার) এর পাশে – টিক দিন।
বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন এবং ভোটার এরিয়া নির্বাচন করুন।
নিচের ছবিতে দেখুন…

নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম

পরবর্তী ধাপে যাওয়ার পরে দেখাবে এই আবেদনটি করার জন্য কাগজপত্রের প্রয়োজন নেই। তাই আপনাকে পরবর্তী বাটনে ক্লিক করে আপনার আবেদনটির তথ্যগুলো নিশ্চিত হলে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নিচের ছবিতে দেখুন…

নতুন ভোটার আবেদন ফরম
নতুন ভোটার আবেদন ফরম

অনলাইনে আবেদন জমা হলে, ড্যাশবোর্ড থেকে আপনার আবেদন ফরমটি ডাউনলোড করে A4 সাইজ কাগজে প্রিন্ট করে নিন। এরপর নিজ আবেদনকারীর স্বাক্ষর, সনাক্তকারী হিসেবে পিতা-মাতা অথবা অভিভাবক হিসাবে বড় ভাই/বোন পরিচয় পত্র নম্বরসহ স্বাক্ষর প্রদান ও আপনি যে এলাকায় ভোটার হয়েছেন সে এলাকার স্থানীয় মেম্বর/কাউন্সিলর দ্বারা স্বাক্ষর করে আপনার স্থানীয় নির্বাচন অফিসে আবেদনটি অন্যান্য কাগজপত্র সহ আবার জমা দিন।

ষষ্ঠ ধাপ- (চ) উপজেলা বা জেলা নির্বাচন অফিস বায়োমেট্রিক প্রদান করবে। যেমন- আপনার ছবি ও আঙ্গুলের ছাপ (Biometric Information) ও চোখের আইরিস নেয়ার হবে।
এরপরে কিছুদিনের মধ্যে আপনার আবেদনটি অনুমোদিত হলেই আপনি অনলাইন হতে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।

সপ্তম ধাপ- (ছ) জাতীয় পরিচয়পত্র ডাউনলোডঃ-
আবেদনটি অনুমোদিত হলে, আপনার দেয়া মোবাইল নম্বরে মেসেজ পাবেন যে, আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে। আপনার আবেদনটির সর্বশেষ অবস্থা দেখতে পূর্বের দেয়া ইউজারনেম [Username] এবং পাসওয়ার্ড [Password] দিয়ে আপনি আপনার NID Application System এর ড্যাশবোর্ড থেকে জাতীয় পরিচয় পত্র দেখাতে পারেন অথবা স্লিপ নম্বর দিয়েও নতুন ইউজারনেম [Username] এবং পাসওয়ার্ড [Password] ক্রিয়েট করে, ড্যাশবোর্ড এর ডান পাশ থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে নতুন জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

নতুন ভোটার আবেদন ফরম – জাতীয় পরিচয় পত্র ডাউনলোড বিষয়ে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: https://www.youtube.com/watch?v=jPAP0tbegK8&t=1s 

আবেদন করতে আপনার কোন অসুবিধা বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবো। আমাদের ফেইসবুক পেইজ অথবা ই-মেইলে আপনার সমস্যা তুলে ধরে পোস্ট করতে পারেন।

ফেসবুক পেইজ লিংক –https://web.facebook.com/itpatuakhali

ওয়েবসাইট- https://itpatuakhali.com

ইউটিউব চ্যানেল- www.youtube.com/@itpatuakhali

তথ্য প্রযুক্তি পটুয়াখালী

 

5/5 - (1 vote)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button