কুর্মিটোলা জেনারেল হাসপাতালের রাজস্বখাত ভূক্ত নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইন (Online) এ দরখাস্ত আহবান করা যাচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের রাজস্বখাত
ভূক্ত ১১ হতে ২০ গ্রেডভূক্ত (পূর্বতন ৩য়-৪র্থ শ্রেণী) নিম্ন বর্ণিত শূন্য বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে http://kgh.teletalk.com.bd ওয়েব সাইটে অনলাইন (Online) এ দরখাস্ত আহবান করা যাচ্ছে। Online ব্যতীত অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
শর্ত ও নিয়মাবলীঃ
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। সকল আবেদনকারীর বয়স ১৩/০৬/২০২৪ ইং তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ বয়স সীমা হবে-
ক) সকল প্রার্থীর ক্ষেত্রে (মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) ৩০ বছর।
খ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
গ) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
ঘ) নিয়োগের ক্ষেত্রে বয়স সংক্রান্ত সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৩। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।
৪। সকল পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
৫। অত্র দপ্তরের স্মারক নং কৃঃজেঃ হাঃ/নিয়োগ/২০২৪/১৩৯৫, তারিখঃ ১৩/০৫/২০১৪ ইং মোতাবেক দৈনিক ইত্তেফাক ও দি ডেইলি অবজারভার প্রতিকায় প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা ইতোপূর্বে আবেদন করেছেন, তাদের কে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই।
৬। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগ ও কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ আইন বিধি ও নীতি অনুসরণ করা হবে।
৭। সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ডাটা-এন্ট্রি-অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, রিসিপশনিষ্ট পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের যোগ্য হবেন।
৮। আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সমমান প্রমানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/শিক্ষাবোর্ড বা যথাযথ কর্তৃপক্ষের জারীকৃত পরিপত্র/আদেশ এর সত্যায়িত কপি লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষা গ্রহণের সময় দাখিল করতে হবে। হবেন।
৯। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোন ব্যক্তি ফৌজদারি অপরাধে দন্ডিত হলে কিংবা বরখাস্ত হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত ১০। সরকারী/আধা-সরকারী স্বায়ষশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে (নির্ধারিত বয়সসীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (NOC) মূল কপি জমা দিতে হবে।
১১। কোন প্রকার তদবির/সুপারিশ/উর্ধ্বতন কর্তৃক যোগাযোগ ইত্যাদি প্রার্থীর অযোগ্যতার পরিচয় বহণ করে, বিধায় উক্ত প্রার্থীর প্রার্থীতা সরাসরি বাতিল বলে গন্য হবে।
১২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের আয়ী বাসিন্দা হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী যায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ড এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
১৩। কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
১৪। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য অসত্য না মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা
পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক
প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষা কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি
নিয়োগের পরেও যেকোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি website:http://kgh.teletalk.com.bd এবং www.kgh.gov.bd এ
পাওয়া যাবে।
১৬। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://kgh.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক ফরম পূরণ করতে হবে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
১৭। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(ক) Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪/০৯/২০২৪ খ্রি: সকাল ১০.০০ ঘটিকা।
(খ) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫/১০/২০২৪ খ্রিঃ বিকাল ০৫.০০ ঘটিকা। উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
১৮। Online-এ আবেদনপত্রে তার স্পষ্ট রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × গ্রন্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত আনে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 kb হতে হবে।
১৯। Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পুনেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
২০। প্রার্থী Online এ পূরণকৃত আবেদন পত্রের একটি রঙিন খ্রিস্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ।
২১। SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানঃ
Online এ আবেদন (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা হলে কম্পিউটারে ছবি সহ Applicant’s Preview দেখা যাবে। Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি ও স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF (Applicant’s Copy) প্রার্থী ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে দেয়া User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-Paid Mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুই) টি পৃথক SMS করে পরীক্ষার ফি বাবদ [ক্রমিক নং ১-৫ পদের জন্য ২০০/-(দুইশত) টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা সহ (অফেরত যোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা; ক্রমিক নং ৬ পদের জন্য ১০০/- (একশত) টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা সহ (অফেরত যোগ্য) মোট ১১২/- (একশত বার) টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবয্যাতেই গৃহীত হবে না।
২২। ফি জমা দেওয়ার পদ্ধতি:
১ম এসএমএস:
KGH<space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: KGH ABCDEF উত্তর এসএমএস: আবেদনকারীর নাম। টাকা XXX আবেদন ফি হিসাবে চার্জ করা হবে। আপনার পিন হল XXXXXX৷ ফি দিতে KGH <space>Yes<space> PIN টাইপ করুন এবং 1622 নম্বরে পাঠান।
২য় এসএমএস:
KGH <space>YES<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: কেজিএইচ হ্যাঁ xxxXXXXXXXXXXXX
উত্তর: অভিনন্দন আবেদনকারীর নাম, KGH xxxxxxxxxxxx ব্যবহারকারী আইডি (ABCDEF) এবং পাসওয়ার্ড (xXXXXXXXXXX) এর জন্য অর্থপ্রদান সফলভাবে সম্পন্ন হয়েছে
২৩। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://kgh.teletalk.com.bd এবং kgh.gov.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চণীয়।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের রাজস্বখাত ভূক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে
বিস্তারিত জানতে ক্লিক করুন : https://web.facebook.com/Jobnewsexam
বিস্তারিত পিডিএ সার্কুলার কপি: http://ecs.teletalk.com.bd/docs/ECS_final_circular_24.09.24.pdf
