IT Patuakhaliকলেজ

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024 – xi class admission online application

HSC ভর্তি অনলাইন আবেদনের নিয়মাবলীঃ

এইচ,এস,সি বা একাদশ/সমমান শ্রেণিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে স্মার্ট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

নিম্নে সহজভাবে অনলাইন আবেদন প্রক্রিয়া দেখানো হলোঃ

*অনলাইন আবেদন লিংক:https://xiclassadmission.gov.bd/

 সাধারণ নির্দেশিকাঃ

  • অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ/মাদ্রাসা) আবেদনের জন্য ১৫০/- (সার্ভিস চার্জ ব্যতিত) আবেদন ফি প্রযোজ্য হবে। আবেদন ফি অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে প্রদান করতে হবে। অনলাইন আবেদন পোর্টলে অন্তর্ভূক্ত পেমেন্ট গেইটওয়ে (সোনালী সোবা এবং SSLCOMMERZ)এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং (যেমন-বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) ব্যবহার করে আবেদন ফি জমা দেয়া যাবে।
  •  সর্বোচ্চ প্রতিষ্ঠানে আবেদন করা যাবে, তবে- একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রুপে আবেদন করা যাবে।
  •  ইন্টারনেটে (অনলাইনে) আবেদনে শিক্ষার্থীর কোন তথ্য অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন/চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • আবেদনকারী শিক্ষার্থী সংশিষ্ট নীতিমালা অনুযায়ী কোনো কোটার জন্য যোগ্য হলে অনলাইন আবেদনের সময় তা যথাযথভাবে উল্লেখ করবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ভর্তির সময় যথাযথ ডকুমেন্টস দাখিল করবে। কলেজ/মাদ্রাসা নির্বাচনের সময় শিক্ষার্থীর অনলাইন আবেদনে উল্লেখিত কোটা স্বয়ংক্রিয়ভাবে বিবেচিত হবে। প্রযোজ্য ক্ষেত্রে ভর্তির সময় কোটা সংক্রান্ত যথাযথ ডকুমেন্টস দাখিল করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হবে।
  • প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে একটি Account (একাউন্ট) তৈরি করতে হবে এবং একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024 – xi class admission online application এই জন্য সংশিষ্ট ওয়েব পোর্টালে গিয়ে প্রথমে EDU আইডির জন্য আবেদন করতে হবে এবং EDU আইডির আবেদন ফর্ম পূরণ করার সময় শিক্ষার্থীকে নিজের অথবা অভিভাবকের একটি মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরটি সঠিকভাবে প্রদান করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কেননা পরবর্তীতে আবেদন এবং ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এই মোবাইল নম্বরটি প্রয়োজন হবে এবং ভর্তি সম্পর্কিত তথ্যাদি এই নম্বরে পাঠানো হবে। EDU আইডি সফলভাবে তৈরি হলে প্রদত্ত মোবাইল নম্বরেএকটি অস্থায়ী পাসওয়ার্ড যাবে। EDU আইডি (ইউজার নেম হিসাবে) এবং উক্ত অস্থায়ী পাওয়ার্ড ব্যবহার করে অনলাইন পোর্টালে প্রথমবার লগইন করা যাবে। প্রথমবার লগইন করার পর শিক্ষার্থীকে নিজের পছন্দ মত পাসওয়ার্ড সেট করতে হবে।
  •  অনলাইন আবেদন পোর্টালে Account (একাউন্ট) তৈরির সময় একাধিক শিক্ষার্থীর জন্য একই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না। অর্থাৎ ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর আলাদা আলাদা হতে হবে।
  • অনলাইন আবেদনের সময় শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের শিফট/ভার্সন/গ্রুপ অনুযায়ী তার পছন্দক্রম সরাসরি ইনপুট দিতে পারবে এবং সেই অনুযায়ী তার পছন্দক্রম বিবেচিত হবে।
  • আবেদনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন পোর্টালের মাধমে সর্বোচ্চ ৫ (পাঁচ) বার কলেজের পছন্দক্রম ও কলেজ পরিবর্তন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদনের ২৬মে হতে ১১ জুন, ২০২৪। তবে প্রাথমিক নিশ্চায়নের পর আবেদনে আর কোন
    পরিবর্তন করা যাবে না।
  • মোট ৩টি পর্যায়ে ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। একজন শিক্ষার্থীকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমানুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বোর্ডের রেজিষ্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩৩৫/- টাকা (সার্ভিস চার্জ ব্যতিত) জমা দিয়ে নির্বাচন নিশ্চায়ন করবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২ বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। প্রযোজ্য হলে, মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে। তবে শিক্ষার্থীরা চাইলে নিজ Account এ লগইন করে স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের অপশনটি যেকোন পর্যায়ের জন্য খোলা বন্ধ রাখতে পারবে।
  • একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
    একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

    একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
    একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

** ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুঃ
আবেদনের পুরো প্রসেস জেপিজি (ছবি) ডেমো আকারে তুলে ধরা হলো:-
১ম ধাপঃ (ক) অনলাইন আবেদন পোর্টলে Account(একাউন্ট) তৈরি করার জন্য প্রথমেই আমরা যেকোনো একটি ব্লাউজারে গিয়ে এই ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এ প্রবেশ করে সাইন আপ Link এ ক্লিক করলে EDU আইডি এর জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

প্রথমেই সাইন আপ বাটন এ ক্লিক করুন : নিচে ছবিতে দেখুন..

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

দ্বিতীয় ধাপ: একটি একাউন্ট তৈরি করুন:  একাউন্ট তৈরি করার জন্য আবেদনকারীর রোল, বোর্ড, পাশের সাল, রেজিস্ট্রেশন নম্বর ও সঠিক মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করতে হবে।

নিচে ছবিতে দেখুন..

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

তৃতীয় ধাপ: সাইন আপ করার পরে আবেদনকারীর প্রোফাইল বিস্তারিত।

নিচে ছবিতে দেখুন..

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

চতুর্থ ধাপ: আবেদন মেন্যুতে ক্লিক করে > আবেদন ফি জমা দিন মেন্যুতে ক্লিক করুন :

নিচে ছবিতে দেখুন..

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

পঞ্চম ধাপ: পেমেন্টের তথ্য: সোনালী ব্যাংক পিএলসি অপশনে ক্লিক করুন :

নিচে ছবিতে দেখুন..

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

ষষ্ঠ ধাপ: মোবাইল ব্যাংকি বিকাশ অপশনে ক্লিক করুন :

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

সপ্তম ধাপ: যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সে কলেজের বিভাগ, জেলা, থানা নির্বাচন করে পছন্দের কলেজ, বিভাগ (মানবিক/বাণিজ্য/বিজ্ঞান) সেলেক্ট করুন:

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

নিচের + (বাটন) এ ক্লিক করুন : 

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

অষ্টম ধাপ: পছন্দকৃত কলেজের তালিকা দেখে Submit বাটনে ক্লিক করুন:

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

নবম ধাপ: আবেদন Submit সম্পন্ন হলে পিডিএফ বাটনে ক্লিক করে আবেদন কপিটি ডাউনলোড করুন  এবং আবেদন কপিটি সংকক্ষণ করুন:

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024
একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024

একাদশ শ্রেণির ভর্তি আবেদন 2024আরো বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/@itpatuakhali

ফেইসবুক পেইজ: www.facebook.com/itpatuakhali

ওয়েবসাইট : https://itpatuakhali.com 

 

 

Rate this post

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button